ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

শার্শায় ১০ কেজি স্বর্ণের বারসহ দুইজন আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ২ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

যশোরের শার্শার জামতলার পাঁচপুকুর এলাকায় প্রায় ১০ কেজি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থলের কাছ থেকেই মোটরসাইকেলে চাপা পড়া এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে।     

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত দুটার দিকে কয়েকটি মোটরসাইকেলে একদল পাচারকারী পুলিশের উপর ককটেল হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়।

পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট ছুড়লে হামলাকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এসময় স্বর্নসহ রবিন ও আবুল কাশেম নামে দুই পাচারকারীকে আটক করা হয়।

ঘটনাস্থল থেকে কিছু দূরে মোটরসাইকেলে চাপাপড়া অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি